রেডিট ১০১- হয়ে উঠুন রেডিট এক্সপার্ট

একের পর এক রেডিট একাউন্ট ব্যান, সাবরেডিট থেকে ব্যান খাওয়ার জেদ ধরেই নাছোড় বান্দার মত রেডিটের পেছনে ৫-৬ বছরের একটা দীর্ঘ সময় লেগে থাকার পরে কিছুটা হলেও আজ সস্তির নিশ্বাস ফেলতে পারি। 

Contents

ব্যান খেতে খেতে একটা সময় একাউন্ট করতাম শুধু ব্যান খাওয়ার উদেশ্যেই, হাস্যকর হলেও সত্যি এটাই যে একবার একটা একাউন্ট প্রায় ২০০০০ কার্মা করে ফেলেছে কিন্তু নষ্ট হচ্ছে না, আমার মাথা খারাপ হচ্ছিলো নষ্ট না হওয়ার কারণেই। 

সেই সব এখন আমার কাছে অনেক মজার কিছু অতীত। সে যাই হোক, এই দীর্ঘ সময়ের পথ চলায় এক একটা বাধার কারণ, সাফল্যের মূলমন্ত্র গুলোই আপনাদের সামনে আবিষ্কার করব। 

বিঃদ্রঃ লেখার কোন অংশই কোন ব্লগ পড়ে বা রিসোর্স পড়ে লেখা হয়নি। সবটুকুই অভিজ্ঞতার আলোকে লেখা। কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকতে পারে। লেখায় বানান গত ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো এড়িয়ে চলার অনুরোধ রইলো। লেখা লিখির অভ্যাস না থাকায় অনেক কিছুই হয়তো গোছিয়ে লিখতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। পড়তে হয়তো একটু কষ্ট হবে।

লেখার মধ্যে যেসব বিষয় আমি তুলে ধরবো তা হলোঃ 

  • প্রোফাইল কাস্টমাইজেশন
  • কিভাবে প্রোফাইল হাইকোয়ালিটি করবেন
  • রেডিট কিভাবে ইউজ করবেন। 
  • প্রোফাইলে নিজেকে কিভাবে এক্সপার্ট হিসেবে ফুটিয়ে তুলবেন 
  • ১৫ টা মত মিলিয়ন+ ইউজার সাবরেডিট লিস্ট
  • প্রোফাইল কার্মা কিভাবে বাড়াবেন 
  • কিভাবে রেডিট কয়েন, এওয়ার্ড পাবেন। 
  • কিভাবে প্রাইভেট সাবরেডিটে জয়েন হতে পারেন। 
  • আপনার প্রোফাইল কিভাবে মার্কেটিং এর কাজে লাগাবেন
  • রেডিট থেকে কিভাবে ট্রাফিক জেনারেট করবেন তার কয়েক রকম পদ্ধতি 
  • Reddit + Imgur | A Great Combination of Gaining Reddit Traffic
  • লিংক শেয়ারের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা 
  • রেডিট ও রেডিট ট্রাফিকের কিছু গুরুত্ব
  • রেডিট গোল্ড কয়েন কিভাবে কাজে লাগাবেন তার নিঞ্জা টেকনিক 
  • ৫০০ মত বিভিন্ন নিশের সাবরেডিট লিস্ট
  • কিছু প্রো টিপস এবং সতর্কতা 

প্রোফাইল কাস্টোমাইজেশন থেকে শুরু করে ৩ মাসের মধ্যে ৫০০০০+ কার্মা, বিভিন্ন ধরনের এওয়ার্ড, রেডিট  কয়েন এবং ৫০০০+ মান্থলি ট্রাফিক (Monthly Traffic Depends on Niche and Efforts) কিভাবে গেইন করা সম্ভব তার একটা কমপ্লিট গাইড লাইন। আপনি যদি সব কিছু ঠিকঠাক কাজে লাগাতে পারেন তাহলে আশাকরি উক্ত রিকুয়্যারমেন্ট গুলো পূর্ণ হবে। আর কথা না বাড়িয়ে শুরু করে যাক।

প্রোফাইল কাস্টমাইজেশন

অন্যসব সোশ্যাল মিডিয়ার মতই রেডিটে একটা একাউন্ট করে ফেলেন। প্রোফাইল পিকচার, কভার ফটো সহ যেসব প্রয়োজনীয় তথ্য লাগবে দিয়ে ফেলেন। User settings এ গেলেই প্রোফাইল কাস্টোমাইজেশনের অপশন পাবেন সেখানে  Display name, About অপশনাল হলেও প্রোফেশনাল প্রোফাইলের মত একটা লুক নিয়ে আশার জন্য সেগুলো অবশ্যই দিবেন। 

নোটঃ NSFW অফ করে রাখবেন। এটা আপনার সহ অন্যসব সাধারণ ইউজার দের জন্য পজেটিভ সিগন্যাল  বহন করে। 

Safety & Privacy এর ক্ষেত্রে Show up in search results সহ অন্য সব অপশন অন করে দিবেন। এতে আপনার পোস্ট ইউজারদের যথেষ্ট ভ্যালু দিতে পারলে তা গুগলেও ভালো পজিশনে চলে আসতে পারে। General location অফ রাখবেন। Use two-factor authentication এই বিষয়টা আপনার নিজের উপরে নির্ভর করবে। 

Feed Setting এ গিয়ে Adult content অপশন অফ করে দিবেন। প্রোফাইল কাস্টমাইজেশন কমপ্লিট। 

আশা করি এর মধ্যেই আপনার একাউন্ট ভ্যানিশ হয়ে যাইনি। সেটিং কমপ্লিট করার আগেই একাউন্ট ভ্যানিশ হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা আমার আছে।  

To Get a Better Experience, Use Your Reddit Account As a Reddit User

প্রথম অস্থায় সাধারণ ইউজারের মতই আপনাকে রেডিট ইউজ করতে হবে। কোন অবস্থাতেই তাড়াহুড়া করা যাবে না। 

যারা অলরেডি রেডিট ইউজ করেন তারা অবশ্যই জানেন যে প্রথম অবস্থায় কোথাও পোস্ট বা কমেন্ট করার ৫ মিনিটের মধ্যে আপনি আর কোন পোস্ট বা কমেন্ট করতে পারবেন না। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমান রেস্ট্রিকশন এখানে। 

এখন আপনি একজন সাধারণ ইউজার, ট্রাফিক, কার্মা এসবের কথা ভুলে থাকায় শ্রেয়। তাহলে কি করবেন? তাই করবেন যা একজন সাধারণ রেডিট ইউজার করে থাকেন। আপনার নিউজ ফিডে যেসব পোস্ট আসবে সেগুলোতে আপভোট করেন, কমেন্ট করতে পারলে আরো ভালো। 

আগেই বলেছি নতুন অবস্থায় আপনি একটা পোস্ট বা কমেন্ট করার ৫ মিনিটের মধ্যে অন্য কোন পোস্ট বা কমেন্ট করতে পারবেন না। এখন চাইলে আপনি রেডিট থেকে বের হয়ে যেতে পারেন অথবা স্ক্রল করে নিয়মিত বিভিন্ন পোস্টে আপভোট, কমেন্ট করতে পারেন। 

এভাবেই চালিয়ে নিন ৩-৪ দিন। এইবার সময় এসেছে কিছু করার। রেডিটে কিছু পোপুলার সাবরেডিট আছে তার মধ্যে অন্যতম কয়েকটা সাবরেডিটের লিংক দিয়ে দিচ্ছি

  • https://www.reddit.com/r/AskReddit/ = 32.4m User
  • https://www.reddit.com/r/movies/ = 25.2m User
  • https://www.reddit.com/r/science/ = 26.4m User
  • https://www.reddit.com/r/news/ = 23.2m User
  • https://www.reddit.com/r/nottheonion/ = 19.3m User
  • https://www.reddit.com/r/nba/ = 3.9m User

একবার ঘুরে আসতে পারেন। যাদের সাইন্স ভাল লাগে তারা সেখানে কন্ট্রিবিউট করতে পারেন, বাস্কেটবল নিশের যারা আছেন তারা nba থেকে ভাল কিছু করতে পারবেন, যারা নিয়মিত মুভি দেখেন তাদের জন্য movies আর ওয়ার্ল্ড নিউজের দিকে রোজ একবার হলেও যাদের চোখ না গেলেই নয় তাদের জন্য news। 

আর আপনার কন্টেন্ট চুরি হয়ে যাওয়ার কারণ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আম খেতে না পাওয়ার কারণ অব্দি জানার জন্য AskReddit তো আছেই। Ask why, how, who or anything your brain want to know. 

এখন আপনার কাছে রেডিটে পথ চলার মত প্রাইমারি রিসোর্স আছে। হাটতে থাকেন, মানে পড়তে থাকেন আর কি!

প্রোফাইল কার্মা বাড়ানোর জন্য এইবার কাজে লাগার সময় চলে এসেছে। কার্মা বাড়ানোর সব চেয়ে কার্যকোরি উপায় হচ্ছে পোস্ট করা। এখন নিশ্চয় প্রশ্ন জাগছে, কোথায় কি পোস্ট করবো? 

উপরে যে ৬ টা সাবরেডিটের নাম উল্লেখ করেছি তার প্রতিটাই এক একটা স্বর্ণের খনি, না মানে কার্মার খনি। এক একটা সাবরেডিটের সঠিক ব্যবহার আপনাকে রাতারাতি লাখো কার্মার মালিক করে দিতে পারে। তো, কিভাবে সঠিক ব্যবহার করবেন? 

প্রথমত, যেকোন একটাতে ঢুকবেন, আমি নিউজ সাবরেডিটের উদাহরণ দিয়েই বুঝাচ্ছি। এটা যেহেতু নিউজ সাবরেডিট সুতরাং এখানে নিউজ ছাড়া অন্য কিছু পোস্ট করা যাবে না। আর নিউজের ক্ষেত্রে আপনি যত আপডেট দিতে পারবেন, ততই আপনি ভাল করবেন। 

আমি প্রথমত ফিল্টার করে জেনে নিচ্ছি, এই সাবরেডিটে এখন, আজকে, একসপ্তাহ আগে অথবা অলটাইম কোন ধরনের নিউজ গুলো ভাইরাল হয়েছিলো। এইবার কিছু পপুলার নিউজ পোর্টালের দিকে নজর রাখুন, যেমনঃ 

  • New York Times
  • CNN
  • Fox News
  • NBC News

কোন গুরুত্বপূর্ণ নিউজ পেলেই পোস্ট করে দিন। দেখেন কপাল ভাল হলে নিউজ ভাইরাল হয়ে যেতে পারে, আর আপনার শেয়ার করা নিউজ ভাইরাল মানেই আপনার কার্মা আর কার্মা। ও হ্যাঁ যত আপভোট তত কার্মা ভেবে ভুল করবেন না। আপভোটের তুলোনায় কার্মার পরিমাণ কিছুটা কম হয়। 

Pro-Tip: Use attractive titles with your opinion, Try to create controversy, it works best. 

নোটঃ পোস্ট করার আগে অবশ্যই প্রতিটা সাবরেডিটের রুলস পড়ে নেওয়া আবশ্যক।

প্রসেস একটু কঠিন মনে হচ্ছে? চলুন আরো সহজ করে দেই

নিচে আরো কিছু সাবরেডিটের লিস্ট দিচ্ছি

  • https://www.reddit.com/r/pics/  = 27.3m User
  • https://www.reddit.com/r/todayilearned/ = 25.5m User
  • https://www.reddit.com/r/LifeProTips/ = 19.4m User
  • https://www.reddit.com/r/mildlyinteresting/ =18.9m User
  • https://www.reddit.com/r/technology/ = 10.6m User
  • https://www.reddit.com/r/wallstreetbets/ = 10.2m User
  • https://www.reddit.com/r/interestingasfuck/ = 8.1m User
  • https://www.reddit.com/r/facepalm/ = 5.3m User
  • https://www.reddit.com/r/MadeMeSmile/ = 3.3m User

Pics সাবরেডিট নিয়েই উদাহরণ দেই। এর থেকে সহজ পথ আমার জানা নেই। কমিউনিটিতে ঢোকার পরেই রুলস গুলো পড়ে নিবেন। দেখে নিবেন কোন ধরনের ফটো গুলো ভাইরাল হচ্ছে প্রতিদিন। 

এইবার আপনিও সেইরকম কিছু ফটো ডাউনলোড করে সেখানে সুন্দর একটা টাইটেল দিয়ে পোস্ট করে দিন। দেখেন কি হয়। একই ভাবে বাকি সাবরেডিট গুলোতেও করতে পারেন। কিছু মিম শেয়ারের সাবরেডিটও আছে, চাইলে ফেসবুকের ভাইরাল মিম সেখানে পোস্ট করে আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন। 

ও হ্যাঁ, শুধু যে কার্মা বাড়বে তাই নয়, সাথে পেয়ে যেতে পারেন রেডিট কয়েন ও বিভিন্ন ধরণের এওয়ার্ড। এমন কিছু প্রাইভেট সাবরেডিটে যুক্ত হওয়ার সুযোগ পাবেন সেখানে শুধু প্রো প্লেয়ারদের আনাগোনা, মোডারেটর পার্সোনালি আপনাকে ইনভাইটেশন পাঠাবেন। 

পাওয়ার পরেই খুশি হইয়েন। এর রিয়েল লাইফ এক্সামপল  দেখতে পাবেন ভাইলার পোস্ট গুলোতেই। এওয়ার্ড, কয়েন এইসব কিভাবে কাজে লাগাবেন তারো বিস্তারিত আলোচনা নিচের দিকে পেয়ে যাবেন। 

নোটঃ কোন অবস্থাতেই কমিউনিটির রুলসের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না, এতে আপনি সেখান থেকে ব্যান তো খাবেন আবার প্রোফাইল নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিও থাকে। 

Take a cup of coffee and keep reading. 

এতদূর ঠিকঠাক মত আসার পর আশা করি আপনার প্রোফাইলের কার্মা সন্তোষ জনক। এইবার আপনার প্রোফাইল যথেষ্ট হাই কোয়ালিটি প্রোফাইল। কারণ আপনার বিভিন্ন এওয়ার্ড আছে, কয়েন আছে সাথে হাজার হাজার কার্মা। 

এখন সময় এসেছে এই প্রোফাইল আপনার মার্কেটিং এ কাজে লাগানোর। 

আপনার নিশ রিলেটেড সাবরেডিট খোঁজার জন্য এইবার নেমে পড়েন। সার্চ বারে সার্চ দেওয়ার পর (সিড কিওয়ার্ড) সাবরেডিট সহ একএকটা প্রোফাইল অব্দি ভিজিট করেন। 

সাবরেডিট লিস্ট করার সাথে সাথে ওই সাবরেডিটে রেগুলার কন্ট্রিবিউট করে এমন কয়েকজনের প্রোফাইল হাতড়িয়ে বেড়ান, আশা করি আরো কিছু গুরুত্বপূর্ণ সাবরেডিটের সন্ধান আপনি পেয়ে যাবেন যা সার্চ দিয়ে নাও পেতে পারেন। প্রতিটি লিস্ট করে ফেলেন। 

একই ভাবে আপনার প্রতিটা কিওয়ার্ডের জন্য সাবরেডিট খুঁজতে থাকেন। নতুন নতুন অনেক সাবরেডিট পেতে থাকবেন যা আপনার নিশকে আরো একপ্যান্ড করতে সাহায্য করবে। 

প্রসেসটা আরো সহজ করার জন্য লিস্ট গুলোতে সাবরেডিটের ইউজার সংখ্যা পাশে লিখে রাখতে পারেন। এমনো কিছু সাবরেডিট খুঁজে পাবেন যেগুলোতে আপনি ডিরেক্ট লিংক শেয়ার করতে পারবেন সেগুলো চাইলে আলাদা কালার করে রাখতে পারেন। এতে আপনার কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। 

নোটঃ  অনেকে বলেন সব সাবরেডিটে লিংক শেয়ার করা যাইনা। আমি বলি, খুজতে থাকলে এমননো কিছু সাবরেডিট পাবেন যেখানে আপনি লিংক ছাড়া কিছুই শেয়ার করতে পারবেন না।

এইবার আপনার নিজের নিশের একজন এক্সপার্ট হিসেবে ফুটিয়ে তুলতে কয়েকটা ছোট কাজ করতে হবে। 

  • প্রথম অস্থায় লিস্টেড সাবরেডিট গুলোতে পোস্ট না করে কমেন্ট করেন। আপভোট করেন। 
  • কার কি সমস্যা তার সমাধান দিতে থাকেন, না জানলে গুগল করে সমাধান দেন। 
  • অন্যের কমেন্টের রিপ্লাই দেন, 
  • অন্য ইউজার দের সাথে কানেকশন তৈরী করেন। Remember, Your network is your net worth
  • এমন কিছু শেয়ার করেন যা সেই সাবরেডিট ইউজার দের জন্য ভ্যালু প্রোভাইড করবে। 
  • শুধু যে সাহায্য করবেন এমন নই, আপনিও সেখানে রিলেটেড প্রশ্ন করে উত্তর নেওয়ার চেষ্টা করেন।

এক্সট্রা বেনিফিটঃ কোয়ালিটি কন্টেন্ট লেখার জন্য এভাবেই আপনি আপনার কন্টেন্টে আরো ইউনিকনেস নিয়ে আসতে পারেন। 

এক্সট্রা টিপঃ সুযোগ থাকলে সেখানে একটা পোল ক্রিয়েট করে সার্ভে চালিয়ে কন্টেন্ট লিখতে পারেন, তারপর সেখানেই আপনার কন্টেন্ট শেয়ার করতে পারেন।  

এইভাবে কিছুদিন রেগুলার করার পরে আপনার প্রোফাইল যেই সব পোস্টের জন্য এত বড় মনে হচ্ছে (যেসব পোস্টের জন্য আপনার প্রোফাইলে অনেক কার্মা হয়েছে) সেই সব পোস্ট প্রোফাইল থেকে হাইড করে দেন। 

এতে আপনার কার্মা কমে যাবে না বরং আপনার নিশ রিলেটেড সাবরেডিটে কমেন্ট অথবা পোস্ট দেখে কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে তার বুঝতে দেরি হবে না যে আপনি সেই নিশের একজন এক্সপার্ট। 

হাই-কোয়ালিটি প্রোফাইল, একটা নিশের উপরে আপনি এক্সপার্ট, প্রোফেশনাল প্রোফাইল লুক আর কি লাগে নিজেকে হাইলাইট করতে? 

এমন বেশ কিছু সাবরেডিট পাবেন যেখানে ইউজাররা আসেন শুধু মাত্র প্রোডাক রিকমেন্ডেশন নিতে। সেইসব কমিউনিটিতে আপনার পদাচরণ বাধ্যতামূলক। এইরকম একটা অবস্থানে আশার পরে আপনার এক একটা পোস্ট কমেন্ট এর ভ্যালু চড়া ভাবেই নিবেন অন্য সব ইউজাররা। 

একজন প্রোডাক রিকমেন্ডেশন চাইলেন আর কিন্তু সেই প্রোডাক্ট আপনার সাইটে নাই, সে ক্ষেত্রে আপনি সরাসরি আমাজনের লিংক সহ আপনার মতামত দিতে পারেন অথবা অন্য কোন এফিলিয়েট সাইটের লিংক এমবেড করে দিতে পারেন।

Don’t forget to act like a normal Reddit user. 

লিংক শেয়ার, ভ্যালু প্রোভাইডের ক্ষেত্রে সব সময় আপনার সাইটকেউ প্রোমোট করতে হবে এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে না পারলে আপনার প্রোফাইল স্টেবল হবে না। নিজের কন্টেন্ট শেয়ারের পাশাপাশি অন্যদেরও কন্টেন্ট শেয়ার করতে হবে, যাতে আপনার প্রোফাইলের বিরুদ্ধে কেউ কমপ্লেইন করতে না পারে।

লিংক শেয়ারের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা 

কোন একটা সাবরেডিটে লিংক শেয়ার করার আগে দু তিন দিন ওই সাবরেডিটে নিয়মিত হন, কারণ সোশ্যাল মিডিয়া গুলোর একটা কমন এলগরিদম হচ্ছে এক্টিভিটির উপরে নির্ভর করে পোস্ট রিচমেন্ট কমানো বা বাড়ানো। 

এই সময়ের মধ্যে একটু এনালাইসিস করে বের করে নিবেন What actually the users need or Which information can bring value to the users. 

লিংক আপনি ৩ ভাবে শেয়ার করতে পারেন, 

  1. ডিরেক্ট লিংক
  2. কন্টেন্টের সাথে লিংক (টেক্সট এংকর) 
  3. কমেন্ট লিংক

Let’s go further discussion

ডিরেক্ট লিংক

সেই সাবরেডিটে ডিরেক্ট লিংক শেয়ার এর সুযোগ আছে বলেই আপনি শেয়ার করছেন। লিংক পেস্ট করার সাথে সাথেই অটো টাইটেল+ফটো জেনারেট হয়ে যাবে যা আপনার লাইভ কন্টেন্ট এ আছে। 

এক্ষেত্রে বেস্ট আউটপুট পাওয়ার জন্য টাইটেল টা চেইঞ্জ করে একজন সাধারণ ইউজার একটা কন্টেন্ট যে ইনটেনশন নিয়ে শেয়ার করার সময় টাইটেল দেন, সেভাবে দিতে হবে। এতে আপনি নিজের জন্য না বরং কমিউনিটির মেম্বার দের জন্য কিছু শেয়ার করলেন সেই ট্রাস্ট ফ্লো ক্রিয়েট হবে। 

টিপঃ অবশ্যই Flair Tag  ইউজ করবেন প্রতিটা পোস্টে, অনেক সময় কোন কোন সাবরেডিটে Flair Tag ইউজ করা বাধ্যতামূলক।

সতর্কতাঃ একই লিংক একাধিক সাবরেডিটে শেয়ার করবেন না, কারণ একই লিংক অন্য সাবরেডিটে লাইভ থাকলে নতুন ভাবে যেখানেই শেয়ার করেন না কেন, View discussions in (1) other community এই অপশনে শো করবে। 

এর ফলে কমিউনিটি বট সহজেই আপনাকে ধরে ফেলতে পারবে পাশাপাশি কিছু নেগেটিভ মাইন্ডেড ইউজার সব সময় পাবেন যারা একটুতেই আপনার নামে রিপোর্ট মেরে দিতে পারে।

ডিরেক্ট লিংক শেয়ারের উপরে আরো কিছু তথ্য জেনে নেই 

ধরেন এমন হলো, আপনার শেয়ার করার লিংক কমিউনিটিতে খুব ভাল পারফর্ম করলো, আপনার কিওয়ার্ড যদি লো কম্পিটিটিভ হয়ে থাকে তাহলে আশা করি সার্পেও ভালো করবে, তবে আমি যেহেতু বলেছি একই লিংক একাধিক সাবরেডিটে ডিরেক্ট শেয়ার করলে সমস্যা হতে পারে, সে ক্ষেত্রে আপনি কি করবেন?  

কারণ একদিনে সেই কন্টেন্টে ১০০ ট্রাফিক পেলেন, তো পরের দিন গুলোতে? সমস্যায় পড়ে গেলেনতো! 

এক্ষেত্রে দুই ধরনের চাহিদার উপর নির্ভর করে দুইটা কাজ করা যেতে পারেঃ 

  1. গুগল র‍্যাংক মাথায় রেখে শেয়ার করা লিংক রেখে দিলেন (যেহেতু পারফর্মেন্স ভাল করেছে) 
  2. ২-৩ দিন পর লিংক ডিলিট করে অন্য সাবরেডিটে আবার ট্রাই করলেন। 

তবে ১ নম্বর বিষয়টা যদি মুখ্য হয় তাহলেও সমস্যা নেই, টেক্সট এংকর তো এখনো আছেই, সেখানে ভিন্ন ভিন্ন ভাবে একাধিক জায়গায় পোস্ট করতে পারেন। তো, 

চলুন দেখে নেই কিভাবে টেক্সটে লিংক শেয়ার করবেন। 

এইটা মূলত খুবই সহজ একটা প্রক্রিয়া, তবে কিছু টেকনিক প্রক্রিয়াটিকে আরো প্রোডাক্টিভ করে দিতে পারেন। আপনার নিজের সাইটের কন্টেন্ট এর ক্ষেত্রেঃ 

  1. টাইটেল দিয়ে পোস্ট করেলন, কিছু গ্রুরুত্ব পূর্ণ ইনফো এড করার পরে Full Content Here লিখে সেটাতে সাইটের লিংক এড করে দিলেন। এক্ষেত্রে কেউ কেউ বিষয়টা নেগেটিভ ভাবে নিতে পারেন। But It works. 
  2. ধরেন আপনার সাইটে এমন ইনফো আছে যেই ইনফো নিয়ে অনলাইনে ভিন্ন ভিন্ন মতামত আছে। এক্ষেত্রে, নিজেই নিজের সাইটের বিরুদ্ধে গিয়ে একটা পোস্ট করলেন, সাইটের ইউআরএল এংকর করে দিলেন আর বললেন, 

“আমি বিভিন্ন জায়গায় দেখেছি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ ২৪ মে, কিন্তু এখানে দেখি ২৫ মে দেওয়া আছে, এই লিখায় আরো কিছু অবাক করা তথ্য দেওয়া আছে যা আমাকে বিষয়টা নিয়ে ভাবিয়ে প্রতিনিয়ত ভাবিয়ে যাচ্ছে। আপনাদের মতামত কি?” 

উদাহরণ হিসেবে দেখালাম। 

এভাবে উপস্থাপণা করতে পারলে কি মনে হয়? ট্রাফিক জেনারেট করা সম্ভব? কেউ কি স্প্যাম বলতে পারবে?  আর আপনার এক্টিভিটি কি সাধারণ ইউজারদের মত হচ্ছে না?

এইবার সাইটের চিন্তা বাদ দিয়ে একটা ছোট বিষয় নিয়ে লিখা পোস্ট করতে যাচ্ছেন, সে ক্ষেত্রে পোস্টের মধ্যে ২-৩ জায়গায় ২-৩ রকম সাইটের লিংক এংকর করলেন। এটা অনেকটা আউট বাউন্ড লিংকের মত। এটাও ভালো কাজে দেই, আর রিস্কের কথা বলতে গেলে, টোটালি রিস্ক ফ্রি। 

টিপঃ পোস্ট করার আগে অবশ্যই কোন সময় সেই কমিউনিটিতে সব চেয়ে বেশি ইউজার এক্টিভ থাকে সেইটা দেখে নিবেন। 

কমেন্টে লিংক শেয়ার ভ্যালু এডের ক্ষেত্রে শর্ট টাইমে খুব ভাল কাজে দেই। 

কমেন্টের ক্ষেত্রে স্পেসিফিকেশনটা খুব ভাল হয়, ফলে যে পোস্ট করেছে সে আসোলে কি চাচ্ছে সেইটা খুব সহজেই বোঝা যাই। যদি খুব ভাল কমেন্ট করতে পারেন তাহলে এমনো হতে পারে যে পোস্টের আপভোটের থেকে আপনার কমেন্টের আপভোট বেশি। 

টিপঃ কমেন্টে ভাল করতে হলে, ফিল্টার করে নিউ এবং রাইজিং পোস্ট গুলোতে কমেন্ট করুন। 

এভবেই রেগুলার পোস্ট কমেন্ট করতে থাকেন। সমস্যার সমাধান যদি আপনার সাইটে থাকে তাহলে সেটাও এংকর করে দিবেন। মোট কথা এখন আপনার কাছে সবি আছে, কিভাবে আপনি ইউজ করছেন সেটাই হচ্ছে মূল কথা। 

Reddit + Imgur | A Great Combination of Gaining Reddit Traffic

অবাক হওয়ার কিছু নেই। Imgur এ একটা একউন্ট করে ফেলেন। মোটামুটি বেশ কিছু ফটো আপলোড করে ফেলেন। কয়েকদিন ইউজ করেন। এরপর সেই একাউন্ট আপনি রেডিটে ব্যবহার করতে পারেন। চলেন প্রসেস গুলো জেনে নেই। 

অনেক অনেক সাবরেডিট আছে যেগুলোতে ডিরেক্ট ফটো শেয়ার করা যাই, আবার লিংক শেয়ার করতে হলে Imgur এর লিংক শেয়ার করতে হয়।   Imgur কেই প্রায় সাবরেডিট প্রেফার করে। 

একটা উদাহরণ দিয়ে পূরোটা বর্ণনা করা যাক- 

https://www.reddit.com/r/dutchoven/ উদাহরণ হিসেবে এই সাবরেডিট ব্যবহার করব, আর আমার উদ্দেশ্য হবে একটা ডাচঅভেন এর কন্টেন্টে ট্রাফিক ড্রাইভ করানো। 

ডাচ অভেনে আপনি একটা মজাদার রেসিপি তৈরী করেছেন। তবে তার লিংক আপনি ডিরেক্ট এই সাবরেডিটে শেয়ার করতে পারবেন না। আপনি যা পারবেন তা হচ্ছে, হয় রেসিপে লিখে পোস্ট করতে হবে অথবা ডিরেক্ট ফটো শোঅফ করতে । এতে আল্টিমেটলি আপনার ট্রাফিক পাওয়া হচ্ছে নাহ। 

তবে যদি, প্রথমে Imgur এ আপনি ফটোটা আপলোড দিলেন, সেখানে ডিস্ক্রিপশনে রেসিপির বিষয়ে কিছু লিখলেন (রেটিং, টেস্ট, ইত্যাদি)  আর বললেন রিসিপিটা আপনি এই সাইটে পেয়েছেন। লিংক এড করে দিলেন সেখানে। এইবার যারা যারা Imgur এ যাবে তাদের অনেকেই আপনার সেই ডিস্ক্রিপশন পড়ে সাইটেও যাবে। 

আপনি চাইলে এভাবে প্রোডাক্ট রিভিউ দিতে পারেন। ধরেন একটা ডাচওভেন কিনে সেটার Imgur লিংক আপলোড দিলেন। রেডিট পোস্টের টাইটেলটা এমন দিলেন যার জন্য Imgur এ গিয়ে ফটোটা পুরোটাই দেখার একটা আগ্রহ জাগবে। বাকি বিষয় গুলো একই। 

“Effort is important but knowing where to make an effort makes all the difference”

এইবার রেডিট ও রেডিট ট্রাফিকের কিছু গুরুত্ব জেনে নেওয়া যাক

রেডিটে সদ্য পাবলিশ অথবা এক্সিস্টিং কোন কন্টেন্ট শেয়ার করার পরে যদি ভাল রেস্পন্স পাওয়া যাই তাহলে 

  • রাতারাতি বেশ কিছু ট্রাফিক আপনি পেয়ে যাবেন। আমার একটা কন্টেন্ট শেয়ার করার পরে ৯৫+ আপভোট আসছিলো, ট্রাফিক পেয়েছিলাম খুব সম্ভবত ৫০০+ আর তার কয়েকদিন পরেই দেখি সেই কন্টেন্ট গুগলের প্রথম পেজে। 
  • রেডিট শেয়ারে যে শুধু ইন্সট্যান্ট রেডিট ট্রাফিক পাবেন তা না, বরং গুগল আপনাকে আরো কিছু এক্সট্রা ট্রাফিক ধরিয়ে দিবে। আমি যেদিন রেডিট থেকে ট্রাফিক পাই সেদিন অর্গানিক ট্রাফিক অন্য সব দিনের তুলোনায় বেশি থাকে। 
  • সদ্য পাবলিশড কন্টেন্ট রাতারাতি ইন্ডেক্স হয়ে যাবে সাথে সার্ফের ভালো একটা পজিশনেও চলে আসতে পারে। এমনো কিছু কিওয়ার্ডের জন্য রেডিটে আমার করা পোস্ট পোস্ট গুগলে ৫ নাম্বারে আবার সাইট ১ নাম্বারে। That’s why I love reddit so much.
  • রেডিট ট্রাফিক আপনার কন্টেন্ট পড়ে খুশি হলে সেই আবার তার রেডিট প্রোফাইলে শেয়ার দিতে পারে। 
  • আপনার শেয়ার করা কন্টেন্টে এওয়ার্ড দিতে পারে। 
  • রেডিট ট্রাফিক থেকে অন্যসব সোশ্যাল মিডিয়া ট্রাফিকের মতই সেল হয়।

রেডিট গোল্ড কয়েন কিভাবে কাজে লাগাবেন তার নিঞ্জা টেকনিক

এক্ষেতে, আপনার পরিচিত অন্য একজনের রেডিট একাউন্ট থাকলে খুব ভাল হয়, প্রসেসটা এইরকমঃ 

আপনার সেই পরিচিত ব্যক্তি আপনার সাইটের একটা পোস্ট শেয়ার করলো আর পোস্টটা মোটামুটি পজিটিভ দিকেই এগোচ্ছে, এইবার আপনি গিয়ে সেই পোস্টে একটা গঠনমূলক কমেন্ট করলেন আর আপনার গোল্ড খরচ করে এওয়ার্ড অথবা অন্য কিছু গিফট করলেন। এর ফলে কি হবে – 

  • পোস্টের রিচমেন্ট আরো বেড়ে যাবে
  • পোস্টের উপরে এওয়ার্ড শো করার কারণে বেশিরভাগ ইউজার সেটাকে সিরিয়াসলি নিবে
  • গুগল এটাকে পজিটিভ ভাবে নিতে পারে (নট শিউর) এওয়ার্ড পাওয়া বেশ কয়েকটা কন্টেন্ট গুগলে ভাল করেছে।   

“Giving an Award, ” or “gilding”, is a way to show appreciation for an exceptional contribution to Reddit. This distinguishes it with an Award for all to see, and some even grant the honoree special bonus benefits.” 

Pro-Tip: Think Out of The Box, Do and Get Result  

হয়তো আরো অনেক কিছুই মিসিং হচ্ছে, তবে আমি যেহেতু বলেছি প্রশ্নত্তর পর্বে আপনাদের যেকোন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই লেখার মধ্যে নেই এমন কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেদিন এইরকম রেজাল্ট পাবেন সেদিন একবার জানায়েন। এখান থেকে অন্তত একজন উপকৃত হলেও আমার লেখা সার্থক। ধন্যবাদ সবায়কে। নিশ ভিত্তিক সাবরেডিটের লিস্ট দিয়ে শেষ করছি। 

কয়েকটা নিশের উপরে কিছু সাবরেডিট লিস্ট

Biking Cycling

  • https://www.reddit.com/r/bikedeals/ 108
  • https://www.reddit.com/r/PriorityBicycles / 125
  • https://www.reddit.com/r/bikefreebies/ 217
  • https://www.reddit.com/r/Moto_deals/ 311
  • https://www.reddit.com/r/bicyclingdeals/ 470
  • https://www.reddit.com/r/BikeGear/  1.6k
  • https://www.reddit.com/r/Biking/       2.2k
  • https://www.reddit.com/r/MTBDeals/  3.4k
  • https://www.reddit.com/r/BikeCammers/ 4.6k
  • https://www.reddit.com/r/fatbike/      6.2k
  • https://www.reddit.com/r/whichbike/ 10.8k
  • https://www.reddit.com/r/bikepacking/ 33.5k
  • https://www.reddit.com/r/BikeReviews/ 33.5k
  • https://www.reddit.com/r/bicycletouring/ 54.9k
  • https://www.reddit.com/r/cycling/                  108k
  • https://www.reddit.com/r/bicycling/  583k

Motorcycles

  • https://www.reddit.com/r/ottawamotomarketplace/ 31
  • https://www.reddit.com/r/MGsales/ 96
  • https://www.reddit.com/r/BikerLeatherFetish/ 176
  • https://www.reddit.com/r/namethatbike/ 228
  • https://www.reddit.com/r/motorcyclegear/ 262
  • https://www.reddit.com/r/Moto_deals/ 311
  • https://www.reddit.com/r/speedway 524
  • https://www.reddit.com/r/ATGATT 576
  • https://www.reddit.com/r/motohunt 685
  • https://www.reddit.com/r/extrahand 730
  • https://www.reddit.com/r/MotorcyclePricing/ 764
  • https://www.reddit.com/r/motorcyclemacgyver 828
  • https://www.reddit.com/r/BikeGear 1.6k
  • https://www.reddit.com/r/realmotorcycles 1.1k
  • https://www.reddit.com/r/motoracing 1.4k
  • https://www.reddit.com/r/TwoXriders/ 1.8k
  • https://www.reddit.com/r/minibikes/ 1.9k
  • https://www.reddit.com/r/motoswap/ 2.4k
  • https://www.reddit.com/r/riderschallenge 2.7k
  • https://www.reddit.com/r/projectbike 3.0k
  • https://www.reddit.com/r/TheVeneration 3.2k
  • https://www.reddit.com/r/NewRiders/ 3.2k
  • https://www.reddit.com/r/motorcyclecrash 4.0k
  • https://www.reddit.com/r/SuggestAMotorcycle/ 5.9k
  • https://www.reddit.com/r/Trackdays 6.8k
  • https://www.reddit.com/r/Motorrad/ 9.0k
  • https://www.reddit.com/r/Bobbers/ 9.7k
  • https://www.reddit.com/r/bikebuilders 11.5k
  • https://www.reddit.com/r/fixxit 17.0k
  • https://www.reddit.com/r/motocamping/ 17.9k
  • https://www.reddit.com/r/Motocross 19.0k
  • https://www.reddit.com/r/supermoto/ 21.2k
  • https://www.reddit.com/r/Harley/ 37.7k
  • https://www.reddit.com/r/motorcycleporn 40.7k
  • https://www.reddit.com/r/bikesgonewild 50.7k

Camping Hiking USA

  • https://www.reddit.com/r/CampAndHikeFlorida 291
  • https://www.reddit.com/r/BackcountryMichigan 361
  • https://www.reddit.com/r/Ulmidwest 656
  • https://www.reddit.com/r/GuessThatSpot 769
  • https://www.reddit.com/r/MOutdoors/ 695
  • https://www.reddit.com/r/Algonquinpark 1.4k
  • https://www.reddit.com/r/CatSkills 1.5k
  • https://www.reddit.com/r/WAOutdoors/ 1.5k
  • https://www.reddit.com/r/IsleRoyale 2.0k
  • https://www.reddit.com/r/Glacier 2.0k
  • https://www.reddit.com/r/Virginia_Hiking/ 2.7k
  • https://www.reddit.com/r/BigBendTX 3.2k
  • https://www.reddit.com/r/MinnesotaCamping 3.8k
  • https://www.reddit.com/r/NCTrails/ 4.1k
  • https://www.reddit.com/r/JMT/ 4.2k
  • https://www.reddit.com/r/OutdoorScotland 4.3k
  • https://www.reddit.com/r/TXoutdoors/ 5.9k
  • https://www.reddit.com/r/GrandCanyon 6.6k
  • https://www.reddit.com/r/JoshuaTree 6.9k
  • https://www.reddit.com/r/canoeing/ 7.3k
  • https://www.reddit.com/r/PAWilds 7.4k
  • https://www.reddit.com/r/NorCalHiking/ 7.4k
  • https://www.reddit.com/r/CampAndHikeMichigan 8.0k
  • https://www.reddit.com/r/Yellowstone 8.9k
  • https://www.reddit.com/r/Adirondacks 9.0k
  • https://www.reddit.com/r/GeorgiaCampAndHike 9.9k
  • https://www.reddit.com/r/PNWhiking/ 10.0k
  • https://www.reddit.com/r/Coloradohikers/ 12.2k
  • https://www.reddit.com/r/caving/ 13.6k
  • https://www.reddit.com/r/Yosemite 21.6k
  • https://www.reddit.com/r/SoCalHiking 22.1k
  • https://www.reddit.com/r/PacificCrestTrail 29.5k
  • https://www.reddit.com/r/NationalPark 56.5k
  • https://www.reddit.com/r/AppalachianTrail 73.1k

Outdoor

  • https://www.reddit.com/r/survivalgearporn/ 258
  • https://www.reddit.com/r/hikinggear/ 1.9k
  • https://www.reddit.com/r/TravelNoPics/ 4.4k
  • https://www.reddit.com/r/DutchOvenCooking/ 5.0k
  • https://www.reddit.com/r/OutdoorsGear/ 6.7k
  • https://www.reddit.com/r/ManyBaggers/ 7.0k
  • https://www.reddit.com/r/HerOneBag/ 8.4k
  • https://www.reddit.com/r/outdoorgear/ 8.7k
  • https://www.reddit.com/r/runninglifestyle/ 9.1k
  • https://www.reddit.com/r/Travel_HD/ 15.0k
  • https://www.reddit.com/r/hammockcamping/ 31.6k
  • https://www.reddit.com/r/bikepacking/ 33.5k
  • https://www.reddit.com/r/Hammocks/ 36.9k
  • https://www.reddit.com/r/TravelHacks/ 38.6k
  • https://www.reddit.com/r/CampfireCooking/ 42.3k
  • https://www.reddit.com/r/trailmeals/ 61.2k
  • https://www.reddit.com/r/CampingGear/ 170k
  • https://www.reddit.com/r/WildernessBackpacking/ 186k
  • https://www.reddit.com/r/CampingandHiking/ 926k
  • https://www.reddit.com/r/camping/ 1.3m
  • https://www.reddit.com/r/Outdoors/ 1.4m

Kitchen 

  • https://www.reddit.com/r/KitchenGear/ 33
  • https://www.reddit.com/r/Kitchendesign/ 282
  • https://www.reddit.com/r/PressureCooker/ 279
  • https://www.reddit.com/r/mylittlekitchen/ 336
  • https://www.reddit.com/r/INSTANTPOTPALEO/ 527
  • https://www.reddit.com/r/ChickenRecipe/ 548
  • https://www.reddit.com/r/InstantPotCooking/ 556
  • https://www.reddit.com/r/instantpotsmart/ 589
  • https://www.reddit.com/r/InstantPotIndianFood/ 1.2k
  • https://www.reddit.com/r/kitchens/ 1.6k
  • https://www.reddit.com/r/dutchoven/ 1.7k
  • https://www.reddit.com/r/kitchen/ 2.2k
  • https://www.reddit.com/r/IronChef/ 2.2k
  • https://www.reddit.com/r/chef_opscode/ 2.4k
  • https://www.reddit.com/r/PressureCookerRecipes/ 2.8k
  • https://www.reddit.com/r/foodwishes/ 3.3k
  • https://www.reddit.com/r/CastIronCooking/ 4.0k
  • https://www.reddit.com/r/FoodBlog/ 4.9k
  • https://www.reddit.com/r/Chefs/ 5.6k
  • https://www.reddit.com/r/food2/ 7.8k
  • https://www.reddit.com/r/foodnetwork/ 8.2k
  • https://www.reddit.com/r/Whatsinmycupboard/ 8.3k
  • https://www.reddit.com/r/appetizers/ 10.2k
  • https://www.reddit.com/r/Foodie/ 10.3k
  • https://www.reddit.com/r/pelletgrills/ 11.5k
  • https://www.reddit.com/r/MealPrepSundayRecipes/ 17.2
  • https://www.reddit.com/r/AskFoodHistorians/ 20.0k
  • https://www.reddit.com/r/dinner/ 20.7k
  • https://www.reddit.com/r/Chefit/ 44.3k
  • https://www.reddit.com/r/meat 59.5k
  • https://www.reddit.com/r/easyrecipes/ 69.2k
  • https://www.reddit.com/r/15minutefood/ 111k
  • https://www.reddit.com/r/instantpot/ 147k
  • https://www.reddit.com/r/KitchenConfidential/ 246k

Cooking and Recipes 

  • https://www.reddit.com/r/recipebreakdowns 104
  • https://www.reddit.com/r/ifilikefood 985
  • https://www.reddit.com/r/toast/ 1.1k
  • https://www.reddit.com/r/onceamonthcooking/ 1.5k
  • https://www.reddit.com/r/WorldofPancakes/ 1.7k
  • https://www.reddit.com/r/AnythingGoesUltimate/ 2.1k
  • https://www.reddit.com/r/WhatYouEat/ 2.9k
  • https://www.reddit.com/r/ccrecipe/ 4.0k
  • https://www.reddit.com/r/Dope_As_Fuck_Cooking/ 4.8k
  • https://www.reddit.com/r/FoodBlog/ 4.9k
  • https://www.reddit.com/r/cookbooks 5.1k
  • https://www.reddit.com/r/WholeFoodsPlantBased/ 11.2k
  • https://www.reddit.com/r/collegecooking/ 13.4k
  • https://www.reddit.com/r/VeganBaking/ 17.3k
  • https://www.reddit.com/r/Breakfast/ 19.7k
  • https://www.reddit.com/r/cookingcollaboration/ 22.7k
  • https://www.reddit.com/r/RecipeInspiration/ 23.3k
  • https://www.reddit.com/r/recipe/ 23.6k
  • https://www.reddit.com/r/dessert/ 32.9k
  • https://www.reddit.com/r/PressureCooking/ 40.2k
  • https://www.reddit.com/r/JapaneseFood/ 65.5k
  • https://www.reddit.com/r/cookingvideos/ 66.3k
  • https://www.reddit.com/r/IndianFood/ 72.6k
  • https://www.reddit.com/r/VegRecipes/ 73.5k
  • https://www.reddit.com/r/grilling/ 74.8k
  • https://www.reddit.com/r/Cheap_Meals 80.9k
  • https://www.reddit.com/r/tonightsdinner/ 88.6k
  • https://www.reddit.com/r/Old_Recipes/ 107k
  • https://www.reddit.com/r/sousvide/ 130k
  • https://www.reddit.com/r/budgetfood 190k
  • https://www.reddit.com/r/cookingforbeginners/ 200k
  • https://www.reddit.com/r/fitmeals 232k
  • https://www.reddit.com/r/Pizza 236k
  • https://www.reddit.com/r/veganrecipes/ 247k
  • https://www.reddit.com/r/breadit 265k
  • https://www.reddit.com/r/AskCulinary/ 276k
  • https://www.reddit.com/r/Baking/ 356k
  • https://www.reddit.com/r/vegan/ 432k
  • https://www.reddit.com/r/foodhacks/ 1.2m
  • https://www.reddit.com/r/MealPrepSunday/ 1.4m
  • https://www.reddit.com/r/recipes/ 1.6m
  • https://www.reddit.com/r/Cooking/ 1.6m
  • https://www.reddit.com/r/EatCheapAndHealthy/ 1.7m
  • https://www.reddit.com/r/slowcooking/ 1.9m
  • https://www.reddit.com/r/FoodPorn/ 2.7m

Home Gear

  • https://www.reddit.com/r/HomeBrewGear/ 153
  • https://www.reddit.com/r/washingmachine/ 121
  • https://www.reddit.com/r/waterfilter/ 452
  • https://www.reddit.com/r/GearPorn 877
  • https://www.reddit.com/r/TopGearAmerica/ 654
  • https://www.reddit.com/r/NetworkForSale/ 1.9k
  • https://www.reddit.com/r/Shopping/ 6.4k
  • https://www.reddit.com/r/SelfDefense/ 6.5k
  • https://www.reddit.com/r/Home/ 11.3k
  • https://www.reddit.com/r/water/ 22.4k
  • https://www.reddit.com/r/homedefense/ 43.8k

Knife

  • https://www.reddit.com/r/KnifeMarketplace/ 39
  • https://www.reddit.com/r/knifemod_swap/ 94
  • https://www.reddit.com/r/KnifeNutsPodcast/ 107
  • https://www.reddit.com/r/Bali_Swap/ 109
  • https://www.reddit.com/r/Knifecollectors/ 113
  • https://www.reddit.com/r/KnifeRoast/ 146
  • https://www.reddit.com/r/just_Buy_A_Mora/ 147
  • https://www.reddit.com/r/NonSpammyKnifeDeals/ 224
  • https://www.reddit.com/r/knifereview/ 441
  • https://www.reddit.com/r/CanadianKnifeSwap/ 676
  • https://www.reddit.com/r/BalisongSale/ 778
  • https://www.reddit.com/r/Cuttingboards/ 1.3k
  • https://www.reddit.com/r/chineseknives/ 2.0k
  • https://www.reddit.com/r/chefknifeswap/ 2.7k
  • https://www.reddit.com/r/knifecringe/ 4.4k
  • https://www.reddit.com/r/BudgetBlades/ 5.0k
  • https://www.reddit.com/r/sharpcutting/ 12.1k
  • https://www.reddit.com/r/sharpening/ 12.4k
  • https://www.reddit.com/r/KnifeDeals/ 12.5k
  • https://www.reddit.com/r/Knifeporn/ 17.9k
  • https://www.reddit.com/r/knifemaking/ 32.8k
  • https://www.reddit.com/r/chefknives/ 52.1k
  • https://www.reddit.com/r/Bladesmith/ 61.0k
  • https://www.reddit.com/r/knifeclub/ 99.5k
  • https://www.reddit.com/r/knives/ 197k

Fashion

  • https://www.reddit.com/r/BSTReps/ 57
  • https://www.reddit.com/r/leatherjackets/ 143
  • https://www.reddit.com/r/mensfashionsales/ 415
  • https://www.reddit.com/r/TShirt/ 6.1k
  • https://www.reddit.com/r/Shoes/ 14.9k
  • https://www.reddit.com/r/FrugalMaleFashionCDN/ 22.7k
  • https://www.reddit.com/r/mensfashion/ 43.2k
  • https://www.reddit.com/r/RepLadies/ 75.7k
  • https://www.reddit.com/r/FashionReps/ 322k
  • https://www.reddit.com/r/femalefashionadvice/ 1.1m
  • https://www.reddit.com/r/frugalmalefashion/ 1.6m

Watches

  • https://www.reddit.com/r/WatchEnthusiasm/ 73
  • https://www.reddit.com/r/VintageWatches/ 1.2k
  • https://www.reddit.com/r/MicrobrandWatches/ 1.8k
  • https://www.reddit.com/r/FrugalWrist/ 3.7k
  • https://www.reddit.com/r/Watchexchange/ 97.3k
  • https://www.reddit.com/r/Watches/ 880k

Valentine’s day / Gift ideas

  • https://www.reddit.com/r/GiftIdeasForAll/ 210
  • https://www.reddit.com/r/ValentinesDay 1.1k
  • https://www.reddit.com/r/GiftIdeas/ 33.4k
  • https://www.reddit.com/r/jewelry/ 33.7k
  • https://www.reddit.com/r/Gifts/ 42.6k

Fishing kayak

  • https://www.reddit.com/r/HuntingFishingTech/ 24
  • https://www.reddit.com/r/FishingAlberta/ 1.5k
  • https://www.reddit.com/r/Kayaks/ 2.0k
  • https://www.reddit.com/r/kayak/ 3.2k
  • https://www.reddit.com/r/FishingOntario/ 3.3k
  • https://www.reddit.com/r/FishingPlanet/ 3.4k
  • https://www.reddit.com/r/SurfFishing/ 4.2k
  • https://www.reddit.com/r/CarpFishing/ 4.4k
  • https://www.reddit.com/r/saltwaterfishing/ 4.6k
  • https://www.reddit.com/r/MicroFishing/ 5.6k
  • https://www.reddit.com/r/IceFishing/ 8.3k
  • https://www.reddit.com/r/troutfishing/ 10.1k
  • https://www.reddit.com/r/FishingForBeginners 10.7k
  • https://www.reddit.com/r/Fishingmemes/ 15.9k
  • https://www.reddit.com/r/Fishing_Gear/ 20.2k
  • https://www.reddit.com/r/kayakfishing/ 26.5k
  • https://www.reddit.com/r/bassfishing/ 33.7k
  • https://www.reddit.com/r/flyfishing/ 51.6k
  • https://www.reddit.com/r/magnetfishing/ 55.3k
  • https://www.reddit.com/r/Kayaking/ 56.5k
  • https://www.reddit.com/r/Fishing 519k

Basketball

  • https://www.reddit.com/r/Basketballcardmarket/ 24
  • https://www.reddit.com/r/BSTReps/ 57
  • https://www.reddit.com/r/Rungear/ 84
  • https://www.reddit.com/r/BBallShoes/ 203
  • https://www.reddit.com/r/stephencurry/ 498
  • https://www.reddit.com/r/basketballcoach/ 1.8k
  • https://www.reddit.com/r/basketballjerseys/ 7.8k
  • https://www.reddit.com/r/BasketballGM/ 11.3k
  • https://www.reddit.com/r/Shoes/ 14.9k
  • https://www.reddit.com/r/BasketballTips/ 15.0k
  • https://www.reddit.com/r/Basketball/ 50.5k
  • https://www.reddit.com/r/nbadiscussion/ 81.6k

Deals

  • https://www.reddit.com/r/hotukdeals/ 92
  • https://www.reddit.com/r/gear/ 110
  • https://www.reddit.com/r/HuntingGearDeals/ 128
  • https://www.reddit.com/r/couponPromocode/ 417
  • https://www.reddit.com/r/mashable/ 470
  • https://www.reddit.com/r/Dealsea/ 650
  • https://www.reddit.com/r/DealAndSale/ 705
  • https://www.reddit.com/r/blacksmithtooldeals/ 1.8k
  • https://www.reddit.com/r/forsale/ 3.9k
  • https://www.reddit.com/r/ToolSales/ 6.5k
  • https://www.reddit.com/r/Gear4Sale/ 15.0k
  • https://www.reddit.com/r/SneakerDeals/ 42.7k
  • https://www.reddit.com/r/coupons/ 72.5k
  • https://www.reddit.com/r/flashlight/ 81.0k
  • https://www.reddit.com/r/deals/ 147k
  • https://www.reddit.com/r/steamdeals/ 170k
  • https://www.reddit.com/r/ThriftStoreHauls/ 989k

Hello, I am M Robin, a professional SEO expert, digital marketer, and social media marketing expert from Bangladesh. With years of experience in the industry, I have developed a comprehensive understanding of the digital marketing landscape and have helped businesses achieve their goals through effective SEO strategies. As a professional SEO trainer in Bangladesh, I am passionate about sharing my knowledge and expertise with others. I have spent a significant portion of my career providing training and guidance to individuals and businesses on SEO, digital marketing, and business development.